• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

নির্বাচন

কুষ্টিয়ায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা প্রার্থী হলেন আতা

  • ''
  • প্রকাশিত ২২ এপ্রিল ২০২৪

কুষ্টিয়া প্রতিনিধি:

প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোয়ন পত্র প্রত্যাহারের আজ সোমবার শেষ দিন ছিল। কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনজন মনোনয়ন পত্র জমা দেন। এরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়া শহর শাখার সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাতীয় সংসদ কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা, জামায়াতের কুষ্টিয়ার সাধারণ সম্পাদক সুজা উদ্দিন জোয়ার্দ্দার ও এবি পার্টির আহাদ আল মামুন।

এদিকে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রীর দলীয় নির্দেশ ছিল, এমপি, মন্ত্রী, সংসদ সদস্যদের আত্মীয় স্বজন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারবে না। প্রার্থী হলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ নির্দেশকে কুষ্টিয়ায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুষ্টিয়া -৩ সদর আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এর চাচাতো ভাই আতাউর রহমান আতা তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। জামায়াতে প্রার্থী সুজা উদ্দিন জোয়ার্দ্দার তিনি তার দলীয় সিদ্ধান্তের উপর আস্থা রেখে চেয়ারম্যান প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

এবি পার্টির প্রার্থী আহাদ আল মামুন তিনিও প্রত্যাহার করেন নি। আহাদ আল মামুন তিনি তার ফেসবুকে লিখেছেন, উপজেলা প্রার্থী হয়ে তিনি ও তার পরিবার শঙ্কার মধ্যে রয়েছে। ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী, মজিদ মেম্বর, জেলা পরিষদের সদস্য জহুরুল আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থীতা প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে ও আমার ঢাকার বাসাসহ বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে। জেলা পরিষদের সদস্য জহুরুল আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিতে বলেছে তা নাহলে আমি ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করে দিবে। জহুরুলের ফোন থেকে সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা আমাকে প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ার জন্য বলেছেন। আমি এখন তাদের ভয়ে আত্মগোপনে আছি। আমি উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে আছি এবং থাকবো।

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থী প্রত্যাহার করায় ২জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান আতা বনাম এবি পার্টির আহাদ আল মামুন এই দুইজনে মধ্যে লড়াই করে কে জিতবে সেটায় দেখার বিষয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads